ভারতের রক্তাক্ত সংগ্রাম.....স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দেশের মাটিতে এসে ব্রিটিশ শাসক বেশে
স্বাধীনতা করিল হরণ,
পরাধীন দেশমাতা সবে চায় স্বাধীনতা
সংগ্রাম করিল আমরণ।


ব্রিটিশ আসিল দেশে সাজি বণিকের বেশে
মাপদণ্ড রাজদণ্ড হয়ে,
লভিল শাসনভার দেশ জুড়ে হাহাকার
কেমনে থাকিব বল সয়ে?


স্বদেশ স্বাধীন তরে দুই শত বর্ষ ধরে
কত শত প্রাণ বলিদান,
রক্তে নদী গেল বয়ে রক্তমূল্য বিনিময়ে
স্বাধীনতা স্বদেশের মান।


অস্ত্র ধরি নিজ হাতে করি রণ একসাথে
দেখাইব মোরা বাহুবল,
কহে কবি শ্রীলক্ষ্মণ এস সবে করি রণ
ছিন্ন কর দাসত্ব শৃঙ্খল।