ভারতের রক্তাক্ত সংগ্রাম.....স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পরাধীন দেশমাতা স্বদেশের স্বাধীনতা
প্রাণ বলিদান মুক্তিপন,
রাখিতে দেশের মান সবে কর রক্তদান
সংগ্রাম করহ আমরণ।


বাণিজ্য করিতে এসে শাসক সাজিল দেশে
দেশমাতা হল পরাধীন,
দেহে আছে শক্তিবল ছিন্ন করহ শৃঙ্খল
শোধ কর সবে রক্তঋণ।


সংগ্রাম করিতে হবে রক্ত দেব মোরা সবে
দেশহিতে প্রাণ বলিদান,
মোরা স্বাধীনতা চাই প্রাণ দেব ক্ষতি নাই
রাখিব মোরা দেশের মান।


দুই শত বর্ষ ধরে লোহার শৃঙ্খল পরে
দেশমাতা ছিল পরাধীন,
লিখিল লক্ষ্মণ কবি উদিল স্বাধীন রবি
দেশ মোরা করেছি স্বাধীন।