ভারতের রক্তাক্ত সংগ্রাম...স্বাধীনতার রক্তমাখা প্রভাত
স্বাধীনতা দিবসের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


পরাধীন দেশমাতা হারাইল স্বাধীানতা
শুরু হল ব্রিটিশ শাসন,
চাষীদের আনে ধরে নীলচাষে বাধ্য করে
করিল কঠোর নির্যাতন।


স্বদেশের স্বাধীনতা দেশ জাতি ও জনতা
সংগ্রাম করে আমরণ,
পাষাণের কারাগার ভেঙে কর চুরমার
মানিব না ব্রিটিশ শাসন।


পরাধীন দেশ মাতা রক্ত মূল্যে স্বাধীনতা
কিনে মোরা হয়েছি স্বাধীন,
ভারত মৃত্তিকা পরে জাতীয় পতাকা উড়ে
ভারত আজি নয় পরাধীন।


উচ্চ হিমালয় শিরে কন্যাকুমারিকা তীরে
গাও ভারতের জয়গান,
শত শত তাজা প্রাণ দিতে হল বলিদান
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।