স্বাধীন ভারত ও রক্তক্ষয়ী সংগ্রাম
(দেশাত্মবোধক কবিতা )
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কত না সংগ্রাম করিয়াছি মোরা
স্বদেশ স্বাধীন তরে,
ভারত জননী ছিল পরাধীন
দুই শত বর্ষ ধরে।


মানি না আইন মানি না শাসন
বিদ্রোহী জনগণ,
স্বদেশের তরে অস্ত্র হাতে ধরে
করে রণ আমরণ।


রাণী লক্ষ্মীবাঈ তাঁতিয়া তোপি
বীর টিপু সুলতান,
সবাকার হাতে নাচে তরবারি
হয় সবে আগুয়ান।


ত্যাগী বীর সেই চিত্তরঞ্জন দাশ
জাতির জনক গান্ধীজি,
বীর ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী
বীর সুভাষ নেতাজি।


বিপ্লবী বিনয় বাদল দিনেশ
মাস্টারদা সূর্য সেন,
স্বাধীনতা তরে হাসিতে হাসিতে
প্রাণ বলিদান দেন।


লক্ষ শহীদের তাজা লাল রক্ত
মিশেছে নদী গঙ্গায়,
সাত চল্লিশের পনেরো আগস্ট
দেশ স্বাধীনতা পায়।


হিমালয় শিরে কুমারিকা তীরে
উড়িছে ত্রিবর্ণ পতাকা,
গেরুয়া সবুজ মাঝখানে সাদা
অশোক চক্র আঁকা।


সবাই স্বাধীন নয় পরাধীন
ভারতের জনগণ,
পেয়ে স্বাধীনতা ঘুচিল যে ব্যথা
লিখিল কবি লক্ষ্মণ।