দেশ আজ স্বাধীন। স্বাধীনোত্তর ভারতে আজ গর্বভরে উড়ছে অশোক লাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা। আমাদের আশা আকাঙ্খার প্রতীক, দেশের অগ্রগতির প্রতীক, জাতির প্রতীক, জাতীয় পতাকা। আসুন আমরা সকলেই গেয়ে উঠি ভারতমাতার গান। জনগণবন্দিত জাতীয় সংগীত, জনগণ-মন -অধিনায়ক জয় হে-  আর দেশের স্বাধীন চেতনায় আমার দেশাত্মবোধক কবিতা-মধ্যবিত্ত কৃষক পরিবারের জ্বলন্ত প্রতিচ্ছবি-
"স্বাধীনতার মানে"।  


স্বাধীনতার মানে- দেশকে একটি সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানো; স্বাধীনতা মানে-দেশের মানুষের ন্যূনতম প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, ও বস্ত্র। স্বাধীনতার মানে- বসবাস যোগ্য স্থানের চাহিদা পূরণে সক্ষম করে তোলার সাথে কর্মসংস্থান ও বিজ্ঞান বিষয়ক দিকে দেশকে স্বনির্ভর করে তোলা। স্বাধীনতার মানে এই নয় যে স্বাধীনতার বিরুদ্ধাচারণ করা, স্বাধীনতার মানে- দেশের প্রতি আরও কর্তব্য পরায়ণ হওয়া। স্বাধীনতার মানে-দেশের মানুষকে ভালবাসা, দেশের মানুষের সেবা করা, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর নাম স্বাধীনতা।


স্বাধীনতার মানে- এক দিনের ছুটি নয়, স্বাধীনতা মানে- জাতীয় পতাকা উত্তোলন নয়, নয় ক্লাবে, ক্লাবে উচ্চস্বরে মাইক বাজানো। এই স্বাধীনতার মানে- স্বাধীনতার সঠিক মূল্যায়ন করা।
জয় হিন্দ । জয় ভারত।


স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
জয় ভারতের জয়,
ভারত স্বাধীন এসেছে আজিকে
দেশ গড়ার সময়।


স্বাধীন ভারতে অশোক লাঞ্ছিত
ত্রিবর্ণ পতাকা উড়ে,
দিকে দিকে সবে দৃপ্ত কলরবে
গাহিছে সঙ্গীত সুরে।


জনগণ মন ঐক্য বিধায়ক
জাতীয় সঙ্গীত গাও,
বিজয় নিশান জাতীয় পতাকা
সবে হাতে তুলে নাও।


ভারত আমার ভারত জননী
স্বাধীন ভারত মাতা,
নয় পরাধীন সবাই স্বাধীন
ভারত ভাগ্য বিধাতা।


এসো এসো আর্য! এসো হে অনার্য!
হিন্দু ও মুসলমান!
গাহিব আজিকে দীপ্ত পুলকে
ভারতের জয়গান।


আমার পূর্বপ্রকাশিত একটি দেশাত্মবোধক কবিতা
স্বাধীন ভারত (গীতি কবিতা)
              কলমে - লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
                গাও ভারতের জয়গান,
স্বাধীনতার পরশ পেয়ে
               মেতে উঠুক সবার প্রাণ।


কাশ্মীর থেকে কন্যাকুমারিকা,
ভারতের ভালে বিজয়-টীকা,
হাতে লয়ে জাতীয় পতাকা
             গাহিছে ভারতের সন্তান।
স্বাধীন ভারত স্বাধীন ভারত
                গাও ভারতের জয়গান।


উত্তরে হিমালয়ের শিরে
দক্ষিণে কুমারিকা তীরে
ত্রিবর্ণ পতাকা গর্ব ভরে
               গায় ভারতের জয়গান।
স্বাধীনতার পরশ পেয়ে
               মেতে উঠুক সবার প্রাণ।


ভারত স্বাধীন ভারত স্বাধীন,
আজ মোরা নই পরাধীন,
বর্ষে বর্ষে আসে শুভ-দিন
              আমার ভারত মহীয়ান।
স্বাধীন ভারত স্বাধীন ভারত
                গাও ভারতের জয়গান।