স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারতের স্বাধীনতার
পঁচাত্তর বর্ষ পরে,
উড়িছে ত্রিবর্ণ জাতীয় পতাকা
সবাকার ঘরে ঘরে।


সবাই স্বাধীন কেউ পরাধীন
নয়কো মোদের দেশে,
মানুষের পাশে দাঁড়াই সবাই
মানুষকে ভালবেসে।


নানান ভাষায় কথা বলি মোরা
এক জাতি এক প্রাণ,
পাঞ্জাবী মারাঠী শিখ গুজরাটী
এক সাথে গাহি গান।


হিন্দু মুসলিম মোরা ভাই ভাই
একই রক্তের টান,
মন্দিরেতে হয় প্রার্থনা আরতি
মসজিদেতে আজান।


স্বাধীন ভারতে জাতীয় সঙ্গীত
এক সুরে গাই গান,
নানা জাতি তবু এক জাতি কহে
কবি লক্ষ্মণ শ্রীমান।