স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
অমৃত মহোত্সব,
নহি পরাধীন ভারত স্বাধীন
দিকে দিকে কলরব।


স্বদেশ আমার প্রিয় সবাকার
জননী ভারতভূমি,
ভারতের মাটি পূণ্য তীর্থধাম
প্রণাম নিও মা তুমি।


দুইশত বর্ষ ছিল পরাধীন
জননী ভারতবর্ষ,
স্বপ্ন সবাকার হয়েছে সাকার
মনে জাগে খুশি হর্ষ।


স্বাধীনতা তরে দুই বর্ষ ধরে
করিল যারা সংগ্রাম,
রক্তাক্ত অক্ষরে ইতিহাস বুকে
লেখা আছে সেই নাম।


ভারত আমার ভারতবর্ষ
ভারত শান্তির ধাম,
কহিছে লক্ষ্মণ জননী ভারত
মাকে জানাই প্রণাম।