স্বাধীন ভারত ........গাহি ভারতের জয়গান
জননী আমার ভারতবর্ষ (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


স্বাধীন ভারত স্বাধীন ভারত
গাহি মোরা জয়গান,
ভারত জননী মোর জন্মভূমি
জানাই শ্রদ্ধা সম্মান।


ছিল পরাধীন দুই শত বর্ষ
জননী ভারত-ভূমি,
স্বদেশ আমার সুখ স্বর্গধাম
প্রণাম নিও মা তুমি।


চিত্তরঞ্জন দাশ নেতাজী সুভাষ
জাতির জনক গান্ধীজী,
স্বাধীনতা তরে দেশবাসী সবে
রক্তবিন্দু দিতে রাজী।


বীর ক্ষুদিরাম হাসিতে হাসিতে
পরিল গলায় ফাঁসি,
আজিকে তাদের জানাই প্রণাম
মিলে সবে দেশবাসী।


কত শত প্রাণ দিল বলিদান
দেশকে করিল স্বাধীন,
করি আহ্বান সবাকারে আজি
শোধ করিতে রক্তঋণ।


স্বদেশ সঙ্গীত গাহে জয়গান
ভারতের জনগণ,
ভারত আমার সুখ স্বর্গধাম
লিখে কবি শ্রীলক্ষ্মণ।