শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা ( সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল নামে অঝোর ধারায়,
নদী মাঠ পথ ঘাট জলে ভরে যায়।
চারদিকে দেখি শুধু জল আর জল,
জলে ভিজে চাষ করে কৃষকের দল।


সোনাদিঘি পাড়ে বসে ভিজে হাঁসগুলি,
প্যাক প্যাক দেয় ডাক জোরে সুর তুলি।
শান বাঁধা ঘাট তার জলে গেছে ভরে,
রিম ঝিম বৃষ্টি পড়ে সারা দিন ধরে।


কোথা যেন বাজ পড়ে কড় কড় কড়,
ভেঙে পড়ে গাছপালা মড় মড় মড়।
অশনি ভরা বিজুলি ঝলসিছে মেঘে,
মেঘ ডাকে বৃষ্টি পড়ে বায়ু বয় বেগে।


শ্রাবণে নামিল বৃষ্টি অজয়ে প্লাবন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।