শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা ( চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল ধারা নামে পথ বেয়ে,
একহাঁটু জলে খেলে যত ছেলেমেয়ে।
ছাতা নিয়ে পথে হাঁটে হরিহর রায়,
বরষার জলে ভিজে চাষী মাঠে যায়।


শ্রাবণে বরিষা ধারা অবিশ্রাম ঝরে,
নদীনালা মাঠঘাট জলে আছে ভরে।
গুরুগুরু মেঘ ডাকে আকাশ আঁধার,
অশনি ভরা বিজুলি হাসে চারিধার।


অজয়ের খেয়াঘাটে মাঝি খেয়া বায়,
মাঝনদী থেকে তরী আসে কিনারায়।
যাত্রীদল ধীরে ধীরে বসিল নৌকাতে,
তরী বেয়ে মাঝিভাই যায় ওপারেতে।


অজয়ে এসেছে বান কানায় কানায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।