শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে গরজে মেঘ বিজুলির ধারা,
শ্রাবণে অজয় ছুটে পাগলের পারা।
নদীতে বন্যা প্রবল ঢেউ উঠে জলে,
মূলসহ তরুশাখা স্রোতে ভেসে চলে।


শ্রাবণে বরিষা ঝরে মুষল ধারায়,
পথঘাটে জলকাদা পথ চলা দায়।
লাঙল বলদ লয়ে চাষী যায় মাঠে,
জলে ভিজে চাষ করে সারাদিন কাটে।


সোনাদিঘি পাড়ে তার আছে তালগাছ,
দিঘি জলে ভাসে তার বড় রুইমাছ।
শানবাঁধা দিঘিঘাট জলে আছে ভরে,
রিম ঝিম বৃষ্টি পড়ে সারাদিন ধরে।


অজয় নদীর ঘাটে প্রবল প্লাবন,
শ্রাবণের কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।