শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল ধারা ঝরে অবিরাম,
রিম ঝিম বৃষ্টি পড়ে নাহিক বিরাম।
অশনিভরা বিজুলি চমকিছে মেঘে,
শ্রাবণের ভরা নদী ধায় দ্রুতবেগে।


মাটির পাঁচিলে ঘেরা বাড়ির উঠানে,
জমে আছে হাঁটুজল তার মাঝখানে।
পথে ঘাটে জলকাদা হয়েছে পিছল,
কাঁখেতে কলসী বধূ লয়ে যায় জল।


দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার,
গগনেতে কালমেঘে ঘন অন্ধকার।
কড় কড় রবে মেঘ করিছে গর্জন,
মাঠে মাঠে করে চাষ সব চাষীগণ।


অজয় নদীর জলে প্রবল প্লাবন,
শ্রাবণের বর্যাকাব্য লিখিল লক্ষ্মণ।