শ্রাবণের বাদল দিনে....... বৃষ্টি ঝরে আপন মনে
শ্রাবণের বর্ষণসিক্ত কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণে বাদল নামে নদী ভরে যায়,
তরীখানি আছে বাঁধা নদী কিনারায়।
খেয়া পারাপার বন্ধ ঘাটে নাহি মাঝি,
মুষল ধারায় জোরে বৃষ্টি নামে আজি।


শান বাঁধা দিঘিঘাট ভরে আছে জলে,
জলে তার হাঁসগুলি মাতে কোলাহলে।
বধূরা সিনান শেষে চলে নিজ ঘরে,
শ্রাবণে বরিষা ধারা ঝর-ঝর ঝরে।


দিবা রাতি বৃষ্টি ঝরে শ্রাবণের মাস,
জলে ভিজে কৃষকেরা মাঠে করে চাষ।
পথে ঘাটে জল কাদা হয়েছে পিছল,
ডোবাজলে ভেকগুলি করে কোলাহল।


গুরু গুরু ডাকে মেঘ গম্ভীর গর্জন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।