শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের চাদরে ঢাকা শীতে কাঁপে তরুশাখা
শীতের সকালে রবি হাসে,
গাঁয়ে রাঙাপথ দিয়ে মাটির কলসী নিয়ে
জল নিতে বধূ সব আসে।


গাঁয়ে ছোট ছোট ঘর দূরে অজয়ের চর
মাটির পাঁচিলে ঘেরা বাড়ি,
তাল খেজুরের সারি নারিকেল ও সুপারি
পাশ দিয়ে চলে গরুগাড়ি।


হিজলডিহার মাঠে চাষীসব ধান কাটে
পথ গেছে সোজা নদীঘাটে,
অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
দিবাশেষে সূর্য বসে পাটে।


কনকনে শীত তাই শীতের কম্বল চাই
শীতার্ত মানুষ শাল চায়।
রাতি কেটে ভোর হয় শীতল সমীর বয়
লিখিল লক্ষ্মণ কবিতায়।