শিক্ষক দিবসের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শিক্ষক দিবস আজি পবিত্র দিবসে,
ধন্য জনম শিক্ষক চরণ পরশে।
শিক্ষক চরণ পূজা কর ভক্তি ভরে,
সুখী হবে এই ভবে চিরদিন তরে।



শোক তাপ জরা ব্যাধি জগত মাঝার,
শিক্ষকের কৃপা বিনা কিছু নাহি আর।
শুন শুন ছাত্রীগণ আমার বচন,
শিক্ষক পূ্জিলে হয় অভীষ্ট পূরণ।



শিক্ষাগুরু দীক্ষাগুরু জগতের সার,
শ্রীচরণে নিষ্ঠা ভক্তি রাখ অনিবার।
গুরু বিনা এ জগতে সকলি অসার,
দুঃখের সাগর হবে অনায়াসে পার।



শিক্ষক চরণ পূজা করে যেইজন,
সুখী হয় সেই জন কহেন লক্ষ্মণ।
এ জগতে শিক্ষাগুরু ভবের কাণ্ডারী,
কবিতায় কহে কবি লক্ষ্মণ ভাণ্ডারী।