আজ চৈত্র সংক্রান্তি ........ চৈত্রমাসে শিবের গাজন
১৪২৯ বর্ষ সমাপ্তির কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


চৈত্র মাস সংক্রান্তি নীল ষষ্ঠী ব্রত,
উপবাসী থাকে আজি এয়োগণ যত।
চড়কের মেলা বসে ভারি ধূমধাম,
শিবের গাজনে মেতে উঠে সারাগ্রাম।


গ্রাম সীমানায় আছে শিবের মন্দির,
পাশ দিয়ে পথ গেছে অজয়ের তীর।
নদীর ওপার হতে আসে লোকজন,
চারিদিকে কোলাহল মেলার প্রাঙ্গন।


কেহবা অগ্নি শলাকা লয় নিজ মুখে,
কেহবা ত্রিশূল বিঁধে, আপনার বুকে।
দণ্ডী দেয় কেহ কেহ পড়িয়া ভূমিতে,
ধূপ-ধূনা গুগ-গুল জ্বলে চারিভিতে।


আজ থেকে শুরু হয় গাজনের মেলা,
ম্যাজিক শো আর হয় সার্কাসের খেলা।
বৈকালে বাউল গান সন্ধ্যায় কীর্তন,
শিবেব গাজন কাব্য লিখিল লক্ষ্মণ।