চৈত্র সংক্রান্তি আসছে........ চৈত্রমাসে শিবের গাজন
১৪২৯ বর্ষ সমাপ্তির কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বর্ষ শেষে চৈত্র মাসে বর্ষ সমাপন,
চড়কের মেলা বসে শিবের গাজন।
লোকজন আসে বহু দূর গ্রাম হতে,
বসেছে দোকান সব রাঙা মাটিপথে।


মন্দিরেতে ভক্তজন থাকি উপবাসী,
শিবের মস্তকে ফুল দেয় রাশি রাশি।
কেহ কেহ দণ্ডী দেয় শিবের সম্মুখে,
কেহবা ত্রিশূল রাখে আপনার বুকে।


হোমযজ্ঞ পূজাপাঠ হলে সমাপন,
খিচুড়ি প্রসাদ ভোগ হয় বিতরণ।
গাজন মেলায় হয় লোকজন মেলা।
চড়কপূজার মেলা কাটে সারাবেলা।


রাত্রে হয় যাত্রাগান আলোর বাহার,
রাত্রিবেলা লোকারণ্য মাঠে চারিধার।
চৈত্র মাসে সংক্রান্তি শিবের গাজন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।