চৈত্র সংক্রান্তি আসছে........ চৈত্রমাসে শিবের গাজন
১৪২৯ বর্ষ সমাপ্তির কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


চৈত্র মাস সংক্রান্তি শিবের গাজন,
গাজন মেলায় আসে বহু লোকজন।
সারিসারি বসে কত খেলনা দোকান,
মাইকের উচ্চশব্দে ঝালাপালা কান।


মেলায় সার্কাস বসে ম্যাজিকের খেলা,
সারাদিন হাসিখুশি কেটে যায় বেলা।
মিষ্টির দোকান কত বসেছে মেলায়,
জিলিপি ও রসগোল্লা সব কিনে খায়।


চৈত্র মাস সংক্রান্তি চড়কের মেলা,
শরীরে ফুটিয়ে কাঁটা করে কত খেলা।
ধন্য ধন্য লোক সব শিবের গাজনে,
সকলেই দণ্ডী দেয় আশা জাগে মনে।


পাঁচদিন ধরে চলে চড়কের মেলা,
রাত্রি হয় কবিগান আর যাত্রাপালা।
শিবের গাজন মেলা ভারি ধূমধাম,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।