শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সোনা রোদ করে ঝলমল,
তরুশাখে পাখিসব করে কোলাহল।
ফুল ফুটে ফুলবনে সৌরভ ছড়ায়,
মধু আহরণ তরে মধুকর ধায়।


দিঘিতে শালুক ফুটে আধাজলে ডোবা,
মাঠে মাঠে কচি ধান সবুজের শোভা।
সোনাঝরা রোদ হাসে কচি দূর্বা ঘাসে,
নিশির শিশির বিন্দু মুক্তা সম হাসে।


শাল পিয়ালের বনে মাদল বাজায়,
সাঁওতালী রমণীরা নাচে আর গায়।
মাদলের তালেতালে বাঁশি বাজে সুরে,
সেই সুর মিলে যায় দূরে থেকে দূরে।


অজয়ের দুই পারে কাশ ফুলে ভরা,
দেখে লাগে অপরূপ রূপে মনোহরা।
অজয়ের খেয়াঘাটে মাঝি খেয়া বায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।