শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে আজি ফুল ফুটে বনে,
প্রভাত পাখিরা গাহে আপনার মনে।
শিউলির ডালে ডালে প্রস্ফুটিত কলি,
মধু আহরণ তরে ধেয়ে আসে অলি।


শরতের সাদামেঘ চলে ভেসে ভেসে,
দিঘিজলে ডুব দেয় পানকৌড়ি এসে,
ফুটেছে শালুক ফুল জলে চারিধার,
রাজহাঁস পাশে তার কাটিছে সাঁতার।


সবুজ ধানের খেত জলে আছে ভরা,
শরতের সোনা রোদে হাসে বসুন্ধরা।
মানস উদাস হয় পক্ষীর কুজনে,
কলসী কাঁখে কূলবৌ চলে আনমনে।


অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
ক্রমে ক্রমে শেষ হয় দিবসের খেলা।
মন্দিরে আরতি হয় শঙ্খ, ঘন্টা বাজে,
ঢাকঢোল কাঁসি বাজে সকাল ও সাঁঝে।