শরতের সোনাধান..... সবুজের অভিযান
শরতের সবুজ কবিতাগুচ্ছ (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে ফুটে শিউলির কলি,
মধুতরে আসে ধেয়ে পুঞ্জেপুঞ্জে অলি।
সরোবরে বিকশিত কুমুদ কমল,
গুঞ্জরণ করে সদা তাহে অলিদল।


শরতের আগমনে সাদা মেঘ ভাসে,
পূজা পূজা গন্ধ ভাসে আকাশে বাতাসে।
অজয়ের দুইধারে কাশফুলে ভরা,
শরতের সোনা রোদে হাসে বসুন্ধরা।


নদীঘাটে হাট বসে লোকজন মেলা,
ভেঙে যায় সেই হাট বিকালের বেলা।
হাটুরেরা সকলেই ফিরে যায় ঘরে,
জোছনার আলো ঝরে অজয়ের চরে।


শ্মশানের চিতা জ্বলে সারারাত ধরি,
শৃগালেরা হাঁক দেয় হুক্কা হুয়া করি।
রাতি কাটে ভোর হয় শারদ সকালে,
পাখিসব করে রব বসি ডালে ডালে।