শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আজি এ শরতে রাঙা মাটি পথে
কচি কচি দূর্বা ঘাসে,
রাতের শিশির পড়ে ঝির ঝির
মুক্তা সম যেন হাসে।


শারদ সকালে শিউলির ডালে
ফুটিল শিউলি মেলা,
টগর চামেলি যুঁথী আর বেলি
ফুটেছে সকালবেলা।


নয়ন দিঘিতে শালুক ফুটেছে
দিঘি তার কালো জল,
সারাদিন ধরে হাঁসগুলি চরে
করে ওরা কোলাহল।


অজয়ের ঘাটে সারাদিন কাটে
মাঝি করে খেয়া পার,
সূর্য ডুবে যায় পশ্চিম দিশায়
নামে সাঁঝের আঁধার।


অজয়ের বাঁকে শেয়ালেরা হাঁকে
রজনী গভীর হয়,
অজয় তটিনী দিবস রজনী
শুধু কুলু কুলু বয়।