শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এলো রে এই ধরা পরে
শিউলি ফুটিল কত,
সূর্যের কিরণে মলিন বদনে
ঝরে পড়ে অবিরত।


সরোবর জলে ভরা ফুলে ফুলে
ফুটেছে শত কমল,
কমল কাননে মধু আহরণে
ছুটে আসে অলিদল।


রাঙাপথ বাঁকে রাঙীগাই থাকে
বাছুরীটি পিছে ধায়,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
শুনে মন ভরে যায়।


নদীঘাট কাছে নৌকা বাঁধা আছে
বয়ে চলে নদীজল,
অজয়ের চরে সোনা রোদ ঝরে
আসে শালিকের দল।


বেলা আসে পড়ে অজয়ের চরে
দিগন্তে লুকায় রবি,
সোনালি কিরণে যেন হয় মনে
শরতের সোনা ছবি।