শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ আকাশে সাদা মেঘ ভাসে
ফুল ফুটে বনে বনে,
ফুটিল শিউলি টগর ও বেলি
শরতের আগমনে।


আঙিনার পরে সোনা রোদ ঝরে
আমার বাড়ির কাছে,
সোনাদিঘি পাড়ে ঝোপে আর ঝাড়ে
কেয়া ফুল ফুটে আছে।


লাল শাড়ি পরে রাঙাপথ ধরে
গাঁয়ের বধূরা সবে,
আসে জল নিতে নয়ন দিঘিতে
বেলা পড়ে আসে যবে।


দিবা অবসানে পশ্চিমের পানে
লুকায় অরুণ রবি,
সোনালি আলোয় যেন মনে হয়
শরতের সোনা ছবি।


নদীঘাট কাছে নৌকা বাঁধা আছে
চলে গেছে মাঝি ঘরে,
সুনীল আকাশে চাঁদ তারা হাসে
জাগে সারা রাত ধরে।