শিউলি ফুটেছে...... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ আসিল শিউলি ফুটিল
ফুটিল টগর কত,
কুসুম কাননে মধু আহরণে
ধেয়ে আসে অলি যত।


গ্রাম সীমানায় দূরে দেখা যায়
অজয় নদীর চর,
মাঠে সোনা ধান পুলকিত প্রাণ
শোভা অতি মনোহর।


অজয়ের কূলে ভরা কাশ ফুলে
অপরূপ শোভা ধরে,
গাঁয়ের বধূরা লাল শাড়ি পরা
জল নিয়ে যায় ঘরে।


সকালে বিকালে মাদলের তালে
বাঁশি বাজে মিঠে সুরে,
আদিবাসী ভাই নাচে আর গায়
নদী বাঁক হতে দূরে।


আকাশে বাতাসে শুধু ভেসে আসে
নব আগমনী গান,
রাখালিয়া সুরে বাঁশি বাজে দুরে
পুলকিত হয় প্রাণ।