শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে তালবন আছে বাঁয়ে
পথ গেছে সোজা নদীঘাটে,
শীতের সকাল হলে কাস্তে নিয়ে মাঠে চলে
চাষী সবে মাঠে ধান কাটে।


চারিদিক কুয়াশায় কিছু নাহি দেখা যায়
উত্তরে শীতল বায়ু বয়,
কনকনে শীত তাই শীতের কম্বল চাই
শীত ভারি সহ্য নাহি হয়।


রাঙাপথে লোক চলে শীতের সকাল হলে
তরুশাখে পাখি গান গায়,
ধানের বোঝাই নিয়ে সরু মেঠো পথ দিয়ে
কৃষক আপন গৃহে যায়।


অজয় নদীর ঘাট শুক্রবারে বসে হাট
হাটুরেরা আসে দলে দলে,
সারাদিন হাট বসে ভাঙে হাট বেলাশেষে
নদীঘাট ভরে কোলাহলে।