শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকাল হয় হিমেল হাওয়া বয়
আঙিনায় সোনারোদ ঝরে,
গাঁয়ের পথের বাঁকে দুইধারে তরুশাখে
পাখি সব কিচিমিচি করে।


চারিধার কুয়াশায় কিছু নাহি দেখা যায়
কনকনে শীত লাগে গায়,
কাঠের আগুন জ্বেলে পাড়ার সকল ছেলে
সকলেই আগুন পোহায়।


গায়ে দিয়ে শালমুড়ি নদীতটে বেনেবুড়ি
অতি ভোরে সাজায় দোকান,
বেচে চপ তেলেভাজা, মুড়ি সাথে খেতে মজা
আর বেচে বিড়ি আর পান।


নদীর ঘাটের কাছে বড় বটগাছ আছে
বাউলেরা গাছের তলায়,
একতারা নিয়ে হাতে সকলেই একসাথে
সুমধুর সুরে গান গায়।