শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকাল বেলা পথে চলে লোক মেলা
গরম চাদর গায়ে দিয়ে,
রাত কেটে ভোর হলে চাষী সবে দলে দলে
মাঠে চলে কাস্তে হাতে নিয়ে।


নয়ন দিঘির ঘাটে মরাল সাঁতার কাটে
ধায় মরালীর পাছে পাছে,
রাঙা মাটি পথ বেয়ে গরুগাড়ি আসে ধেয়ে
পাখিসব নাচে গাছে গাছে।


শীতকালে আঙিনায় ছেলেরা রোদ পোহায়
শাল মুড়ি দিয়ে বসে বুড়ি,
শীতের সকালেতে মেজবউ খোলা পেতে
উনানেতে ভাজে চিঁড়েমুড়ি।


হিমের পরশ লাগে প্রভাত পাখিরা জাগে
হু হু করি বহে সমীরণ,
ভারি শীত লাগে ভাই শীতের কম্বল চাই
কবিতায় লিখিল লক্ষ্মণ।