শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


উত্তরে হাওয়া বয়, শীত সহ্য নাহি হয়
শীতে কাঁপে বিহগের দল,
তাল খেজুরের সারি পথে চলে গরুগাড়ি
বধূ ঘরে নিয়ে যায় জল।


শীতের সকালে পথে গাড়ি চলে ভোর হতে
চাষী সব মাঠে ধান কাটে,
খেজুর সুপারি তাল গরু চরায় রাখাল
দূরে কাঁকন তলার মাঠে।


নদীঘাট থেকে দূরে শুনি রাখালিয়া সুরে
রাখালের বাঁশি বাজে কানে,
রবি ঢলে পশ্চিমেতে অজয়ের নদীঘাটে
সন্ধ্যা নামে দিবা অবসানে।


শীতের চাদরে ঢাকা গগনেতে দেয় দেখা
পূর্ণিমার চাঁদ উঠে রাতে,
শীতের পরশ পায় চাঁদ তারা গান গায়
লিখিল লক্ষ্মণ কবিতাতে।