শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কুয়াশায় মুখ ঢাকা সূর্য নাহি দেয় দেখা
জলছবি যেন মনে হয়,
আজি খুব শীত লাগে তরুশাখে পাখি জাগে
শীতল সমীর জোরে বয়।


গাঁয়ের পথের বাঁকে বটের তরুর শাখে
পাখি সব কলরব করে,
গ্রাম সীমানার কাছে অজয়ের ঘাট আছে
শালিকেরা আসে নদীচরে।


তালবন সারি সারি খেজুর আর সুপারি
পাশ দিয়ে চলে গরুগাড়ি,
ছাড়িয়া পূবের মাঠ সোজা অজয়ের ঘাট
দেয় পাড়ি নদীঘাট ছাড়ি।


সাঁঝের আঁধার নামে আমবন আছে বামে
অন্ধকারে জোনাকিরা জ্বলে,
পূর্ণিমার চাঁদ উঠে অজস্র তারকা ফুটে
কবিতায় কত কথা বলে।