শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকালবেলা পথ চলে লোক মেলা
হিমেল হাওয়া জোরে বয়,
চাষীসব চলে মাঠে সারাদিন ধান কাটে
ঘরে ফেরে সাঁঝের সময়।


চারিদিকে কুয়াশায় কিছু নাহি দেখা যায়
রাঙাপথে চলে গরুগাড়ি,
কেহবা সকালবেলা গাছেতে চড়ে একেলা
খেজুরের গাছে বাঁধে হাঁড়ি।


কুয়াশায় ঢাকা রবি মনে হয় জলছবি
কনকনে শীত লাগে গায়ে,
গ্রাম সীমানার কাছে অজয়ের ঘাট আছে
তালবন আছে তার বাঁয়ে।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
সাঁঝ হয় নদী কিনারায়,
কনকনে শীত তাই শীতের কম্বল চাই
লিখিল লক্ষ্মণ কবিতায়।