শীতের চাদরে মোড়া...... শীতের সকাল
এসে গেছে কনকনে শীত (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতল সমীর বয় শীতের সকাল হয়
পাখি সব কাঁপে তরুশাখে,
তালগাছ সারি সারি খেজুর আর সুপারি
দুই ধারে রাঙাপথ বাঁকে।


চলিছে গরুর গাড়ি ভিনগাঁয়ে দেয় পাড়ি
ছাড়িয়া কাঁকনতলা মাঠ,
যাত্রীসব দলে দলে বোঝা নিয়ে পথে চলে
পার হয় অজয়ের ঘাট।


গাঁয়ে পড়ে গেছে সাড়া জেগেছে কিষাণ পাড়া
পৌষ মাসে পিঠেপুলি হয়,
হিমেল হাওয়া বয় শাল গায়ে দিতে হয়
শীতকালে শীতের সময়।


বসে সবে আঙিনায় গুড় দিয়ে পিঠা খায়
ঘরে ঘরে পিঠার পার্বণ,
আজি খুব শীত তাই কাঠের আগুন চাই
কবিতায় লিখিল লক্ষ্মণ।