শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হিমেল হাওয়া লাগে শীতের সকাল,
গরু নিয়ে মাঠে চলে গাঁয়ের রাখাল।
শীতের চাদর গায়ে চাষী চলে মাঠে,
মাঠে মাঠে সারাদিন চাষী ধান কাটে।


নয়ন দিঘির জলে হাঁসগুলি চরে,
শামুক গুগলি খায় সারাদিন ধরে।
গাঁয়ের বধূরা সব নিয়ে যায় জল,
তরুশাখে পাখিসব করে কোলাহল।


বাগদী পাড়ার মাঠে ভলিবল খেলা,
অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা।
দিবা অবসান কালে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।


শাল পিয়ালের বনে আগুন জ্বালায়,
মহুলের নেশা জাগে নাচের আশায়।
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গায়,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি লিখে কবিতায়।