শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের চাদরে ঢাকা গ্রামটি আমার,
কুয়াশায় ঢেকে গেছে গ্রাম চারিধার।
পূবের গগনে হাসে মেঘে ঢাকা রবি,
সোনা রবি মনে হয় যেন জলছবি।


শীতের চাদর গায়ে দিয়ে শান্তা খুড়ি,
মাটির উনানে খোলা রেখে ভাজে মুড়ি।
উঠানের পাঁচিলেতে বসে দুটি কাক,
সকাল থেকেই খুব করে হাঁকডাক।


কাঁকন তলার মাঠে চাষী কাটে ধান,
নদীঘাটে বাউলেরা গাহে সুরে গান।
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে,
সেই সুর মিলে যায় দূর হতে দূরে।


কনকনে শীত তাই সহ্য নাহি হয়,
হিমেল পরশ লাগে সমীরণ বয়।
জনহীন নদীঘাট রাত্রি অন্ধকার,
লক্ষ্মণ লিখিল কাব্য শীত কবিতার।