শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকালে আজি রবি মেঘে ঢাকা,
পূবের আকাশ কোণে নাহি যায় দেখা।
শীতে কাঁপি ঠক ঠক শীত লাগে গায়ে,
কাঁপে পিয়ালের বন শাল বন বাঁয়ে।


গ্রাম সীমানায় আছে অজয়ের চর,
কনকনে শীতে আজি কাঁপে থরথর।
হিমেল পরশ লাগে শীত লাগে গায়,
আঙিনায় কাঠ জ্বেলে আগুন পোহায়।


কাঁকন তলার মাঠে গাঁয়ের রাখাল,
বাজায় বাঁশের বাঁশি নিয়ে গরুপাল।
রাঙাপথে গরুগাড়ি চলে সারি সারি,
দূর গাঁয়ে পাড়ি দেয় নদীঘাট ছাড়ি।


শীতের চাদরে ঢাকা ঘন কুয়াশায়,
ঢেকে গেছে গ্রামখানি দেখা নাহি যায়।
হিমেল পরশ লাগে শীত লাগে ভারি,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ ভাণ্ডারী।