শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের সকাল হলে পূবে রবি উঠে,
বনে বনে ফুলশাখে ফুল কলি ফুটে।
হিমেল হাওয়া বয় শীতের সকালে,
শিশু সব মন দিয়ে পড়ে পাঠশালে।


গাঁয়ের বধূরা সব বাঁকা গলি পথে,
কলসীতে জল আনে নদীঘাট হতে।
রাঙাপথে দ্রুতবেগে ধায় গরুগাড়ি,
কাঞ্চন তলার মাঠ দক্ষিণেতে ছাড়ি।


অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
যাত্রীসব দলেদলে পার হয়ে যায়।
বাজায় বাঁশের বাঁশি গাঁয়ের রাখাল,
নদী পার হয়ে যায় নিয়ে গরুপাল।


সাঁঝ হলে গাঁয়ে ফেরে চাষীদের দল,
জল নিয়ে আসে ঘরে বধূরা সকল।
শীতে কাঁপি ঠকঠক শীত এলো ভাই,
লিখিল লক্ষ্মণ কাব্যে শীতে শাল চাই।