শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


কুয়াশার চাদরেতে গ্রামখানি ঢাকা,
কনকনে শীত তাই পথঘাট ফাঁকা।
সকালে সোনার রবি উদিল যখন,
মেঠোপথে মাঠে চলে সব চাষীগণ।


রাখাল গরুর পাল নিয়ে চলে মাঠে,
যাত্রী নিয়ে গরুগাড়ি চলে নদীঘাটে।
গাঁয়ের বধূরা সব জল নিতে আসে,
আঁকা বাঁকা গলিপথে বাঁশবন পাশে।


কাঠ জ্বেলে কেহ কেহ আগুন পোহায়,
আজ ভারি শীত তাই শীত লাগে গায়।
শীতের সকালে আজি মাটির উঠানে,
ঢেঁকিতে বধূরা সব রোজ ধান ভানে।


অবশেষে সন্ধ্যা নামে আমাদের গাঁয়ে,
আকাশেতে চাঁদ উঠে তাল বন বাঁয়ে।
মন্দিরে আরতি হয় শীতের সন্ধ্যায়,
লিখিল লক্ষ্মণ কবি শীত কবিতায়।