শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের আমেজ লাগে শীত লাগে ভাই,
কনকনে শীত তাই আগুন পোহাই।
উত্তরে হাওয়া বয় এল আজি শীত,
হিমের পরশে পেয়ে পাখি গায় গীত।


কুয়াশার চাদরেতে প্রভাতের রবি,
রবির কিরণে মনে হয় জলছবি।
হিম পড়ে রাঙাপথে দূর্বাদল মূলে,
তরীখানি চরে বাঁধা অজয়ের কূলে।


অজয়ের নদীঘাটে গাড়ি এসে থামে,
শীতের সকালে বধূ গাড়ি হতে নামে।
যাবে কোন দূরগাঁয়ে নদী পার হয়ে,
রাখালেরা পার হয় গরুপাল লয়ে।


শীতের আমেজ লাগে শীত লাগে গায়,
শাল গায়ে দিয়ে পথে হাঁটে মধু রায়।
সাঁঝ হলে গাঁয়ে নামে সাঁঝের আঁধার,
লক্ষ্মণ লিখিল কাব্যে শীত চারিধার।