শীত এলো ভাই .............বইছে হিমেল হাওয়া
শীতের আমেজ লাগে গায়ে (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সকাল হতেই আজি সমীরণ বয়,
শীতের সকালে শীত কনকনে হয়।
হিমের পরশ লাগে শীত লাগে ভারি,
রাঙাপথে দুইধারে খেজুরের সারি।


নয়ন দিঘির জলে সকালে বিকালে,
জেলে সব মাছ ধরে বাঁশে বাঁধা জালে।
জল নিতে আসে ঘাটে গাঁয়ের বধূরা,
ঝোপ ঝাড়ে দুই ধারে বনের ধুতুরা।


শীতের চাদর গায়ে দিয়ে বেনেবুড়ি,
উঠানেতে চুল্লী রেখে ভাজে খইমুড়ি।
উত্তরে হাওয়া বয় শীত লাগে গায়,
শীতের সকালে সবে আগুন জ্বালায়।