শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (সমাপ্তি পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বরষার শেষে শরৎ এসেছে
শিউলি ফুটিল মেলা,
ফুটিল করবী মালতী মাধবী
আজিকে সকাল বেলা।


পূবের গগনে অরুণ কিরণে
হাসিছে সোনার রবি,
সোনা ধান খেতে বায়ু উঠে মেতে
দেখি সবুজের ছবি।


নয়ন দিঘিতে সাঁতার কাটিতে
আসে মরালের দল,
শরৎ এসেছে শালুক ফুটেছে
দিঘি তার কালো জল।


রাঙা শাড়ি পরা গাঁয়ের বধূরা
আসে অজয়ের ঘাটে,
অজয়ের চরে সোনা রোদ ঝরে
তপন বসিল পাটে।


সকাল ও সাঁঝে ঢাকঢোল বাজে
পুজো এসে গেল কাছে,
লিখিল লক্ষ্মণ কাব্য অনু্পম
খুশিতে হৃদয় নাচে।