শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এসেছে শিউলির গাছে
শিউলি ফুটিল মেলা,
অরুণ তপন ছড়ায় কিরণ
আজিকে সকালবেলা।


করবী চামেলী সূর্যমুখী বেলি
কুসুম ফুটিল কত,
মধু আহরণে কুসুম কাননে
আসে মধুকর যত।


রাখি হাটতলা পায়ে পায়ে চলা
পথিকের দল হাঁটে,
পার হয়ে মাঠ সোজা নদীঘাট
পৌঁছে যায় নদীঘাটে।


নদীর দুকূল ভরা কাশফুল
শোভা অতি মনোহর,
রাঙাশাড়ী পরে বধূ জল ভরে
জল নিয়ে যায় ঘর।


শালবন দূরে বাজে বাঁশি সুরে
কারা মাদল বাজায়,
লিখিল লক্ষ্মণ দেবী আগমন
লিখে কবি কবিতায়।