শরতে সকাল বেলা টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এসেছে হিমের পরশে
দোলা দেয় প্রাণে প্রাণে,
কুসুম ফুটেছে হৃদয় মেতেছে
প্রভাত পাখির গানে।


শারদ সকালে টগরের ডালে
টগর ফুটিল মেলা,
সুনীল আকাশে সাদা মেঘ ভাসে
ভাসে মেঘেদের ভেলা।


নিশির শিশির পড়ে ঝির ঝির
কচি কচি দূর্বা ঘাসে,
নয়ন দিঘিতে জলে ডুব দিতে
পানকৌড়ি রোজ আসে।


অজয়ের ঘাটে বেলা পড়ে আসে
বধূ নিয়ে যায় জল,
নদীর দুকূলে ভরা কাশ ফুলে
নাচে শালিকের দল।


সাঁঝের আকাশে চাঁদ তারা হাসে
ফুটফুটে জোছনায়,
লিখিল লক্ষ্মণ ছন্দে অনুপম
শরতের কবিতায়।