শরৎ আসিল.......... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (নবম পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরৎ এসেছে টগর ফুটেছে
শিউলি ফুটিল মেলা,
শারদ প্রভাতে সমীরণ মাতে
আজিকে সকালবেলা।


বরষণ শেষে শরৎ এসেছে
এই বসুধার পরে,
গাছের পাতায় ঘাসের আগায়
নিশির শিশির ঝরে।


শারদ আকাশে বাতাসে বাতাসে
পূজা পূজা গন্ধ ভাসে,
নয়ন দিঘিতে পদ্মফুল ফুটে
পানকৌড়ি রোজ আসে।


রাঙাপথ ছাড়ি আসে গরুগাড়ি
সোজা আসে নদীঘাট,
অজয়ের চরে সারাদিন ধরে
রবিবারে বসে হাট।


যেদিকে তাকাই দেখিবারে পাই
শরতের সোনা ছবি,
রাখালিয়া সুরে বাজে বাঁশি দূরে
লিখিল লক্ষ্মণ কবি।