শরৎ আসিল.......... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে মোর আঙিনাতে
সবুজ ঘাসের পরে,
অতি অনুপম মুক্তা বিন্দু সম
নিশির শিশির ঝরে।


তরুর শাখায় বিহগেরা গায়
উঠিল সোনার রবি,
কচি ধানগাছে খেত ভরে আছে
শরতের সোনা ছবি।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
কাশফুল দুই ধারে,
শালিকের দল করে কোলাহল
বক উড়ে সারে সারে।


রাখালিয়া সুরে বাঁশি বাজে দূরে
শুনি আগমনী গান,
মাঠ ভরা ধান পাখিদের গান
লিখে লক্ষ্মণ শ্রীমান।