শরৎ আসিল.......... টগর ফুটিল মেলা
শরতের আগমনী কবিতা (তৃতীয় পর্ব)
কলমে – কবি লক্ষ্মণ ভাণ্ডারী


তরুর শাখায় সবুজ পাতায়
শিশিরের ছোঁয়া লাগে,
টগর ফুটিল শিউলি ঝরিল
প্রভাত পাখিরা জাগে।


শরৎ এসেছে পুলক জেগেছে
কুসুম ফুটিল মেলা,
আকাশের গায় ভেসে ভেসে যায়
সাদা মেঘেদের ভেলা।


সোনা রোদ ঝরে আঙিনার পরে
শরতের রবি হাসে,
কুসুম কাননে মধু আহরণে
অলিদল ধেয়ে আসে।


অজয়ের ঘাটে ক্রমে বেলা কাটে
মাঝি করে খেয়া পার,
সাঁঝ হলে পরে ফিরে যায় ঘরে
ঘাট হয় অন্ধকার।


শারদ আকাশে চাঁদতারা হাসে
অজয় তটিনী বয়,
কবি শ্রীলক্ষ্মণ লিখে অনুপম
শুধু স্মৃতি হয়ে রয়।