প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের আগমনে শিউলি ফুটিল,
মধু আহরণে অলি আসিয়া জুটিল।
ফুটিল টগর মেলা, মাধবী, মালতী,
ফুল বনে ফুল ফুটে করবী ও যুঁথি।


সোনা রবি উঁকি দেয় পূরব গগনে,
ঢাকীরা বাজায় ঢাক মন্দির প্রাঙ্গনে।
আর দেরি নাই পূজা এসে গেল কাছে,
শিশুরা দুহাত তুলে আনন্দেতে নাচে।


সারাদিন কেনাকাটা পূজার বাজার,
হৃদয়ে পুলক জাগে খুশিতে সবার।
শারদীয়া দুর্গাপূজা মহা ধূমধাম,
পূজার উত্সবে মেতে ওঠে গ্রাম।


অজয়ের নদীঘাটে মাঝি খেয়া বায়,
দূরে বনে শুনি কারা মাদল বাজায়।
অজয়ের দুই কূল কাশ ফুলে ভরা,
লিখিল লক্ষ্মণ কবি হাসে বসুন্ধরা।