প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শরতের সোনা রবি গগনে উঠিল,
পুষ্পিত কাননে কত কুসুম ফুটিল।
শিউলি ফুটিল মেলা টগর করবী,
সুনীলা অপরাজিতা মালতী মাধবী।


ফুটেছে শালুক ফুল কাজল দিঘিতে,
কচুরিপানায় ভরে আছে চারিভিতে।
পানকৌড়ি রোজ এসে ডুব দেয় জলে,
ছেলেরা সাঁতার কাটে মাতে কোলাহলে।


আর দেরি নাই পূজা এসে গেল কাছে,
আনন্দেতে শিশুগণ হাত তুলি নাচে।
হৃদয়ে পুলক জাগে খুশি সবাকার,
সারাদিন কেনাকাটা পূজার বাজার।


অজয়ের দুই কূল কাশ ফুলে ভরা,
প্রকৃতি সেজেছে আজি অতি মনোহরা।
পার হয় যাত্রীদল পার হয় গাড়ি,
শরতের কাব্য লিখে লক্ষ্মণ ভাণ্ডারী।