প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শারদ প্রভাতে আজি উঠিল তপন,
তরুশাখে বিহগেরা করে আলাপন।
শারদীয়া দুর্গাপূজা দেবী আগমন,
পূজার খুশিতে তাই আনন্দিত মন।


ফুটিল শিউলি ফুল শিউলির ডালে,
টগর ফুটিল মেলা প্রভাতের কালে।
সরোবরে বিকশিত কুমুদ কমল,
মধুলোভে আসে তথা মধুপের দল।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
সকাল সকাল দেয় নদীঘাটে পাড়ি।
অজয় নদীর পারে ফুটে কাশফুল,
সাদা কাশফুলে ভরা অজয়ের কূল।


ঢাক ঢোল কাঁসি বাজে দেবীর মন্দিরে,
ছেলেরা আনন্দে নাচে হাতে হাত ধরে।
হৃদয়ে পুলক জাগে খুশি সবাকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।