প্রভাত পাখিরা জাগে হিমের পরশ লাগে
শরতের আগমনী কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাতে সোনার রবি পূরবেতে হাসে,
শরতের আকাশেতে সাদামেঘ ভাসে।
শিউলির ডালে কলি ফুটিল সকলি,
মধু আহরণ তরে ছুটে আসে অলি।


ঘাসের আগায় জমে নিশির শিশির,
দূর্বাদল বৃন্ত হতে পড়ে ঝির ঝির।
ফুটিল শালুক ফুল শোভা মনোহর,
দিঘি হতে জল নিয়ে বধূ চলে ঘর।


পূজার সানাই বাজে বাঁশি বাজে দূরে,
রাখালের বাঁশি বাজে রাখালিয়া সুরে।
সবুজ ধানের খেত জলে কাদা ডোবা,
সোনারোদ পড়ে ঝরে অপরূপ শোভা।


শাল পিয়ালের বনে বাজায় মাদল,
পূজার খুশিতে নাচে আদিবাসী দল।
অজয়ের দুই কূলে কাশ ফুল বন,
শরতের কাব্য লিখে শ্রীমান লক্ষ্মণ।