সবুজ গাছের ছায়ে .....আছে আমাদের গাঁয়ে
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার সুখের ঠাঁই গাঁয়ের মাটিতে পাই
সুখ শান্তি আর ভালবাসা,
আমার গাঁয়ের মাটি সুখের বসত বাটী
গাঁয়ে জাগে নব নব আশা।


সবুজ গাছের ছায়ে আছে আমাদের গাঁয়ে
আছে আম কাঁঠালের বন,
প্রভাত পাখিরা ডাকে সবুজ তরুর শাখে
গীত শুনে ভরে মোর মন।


গাড়োয়ান গাড়ি নিয়ে আসে রাঙাপথ দিয়ে
গাড়ি এসে নদীঘাটে থামে,
হাতে পরা পলা শাঁখা ঘোমটায় মুখ ঢাকা
নববধূ গাড়ি হতে নামে।


অজয়ের নদীজল বয়ে চলে কল কল
সন্ধ্যা নামে অন্ধকার হয়,
লিখিল লক্ষ্মণ কবি নির্জন ঘাটের ছবি
কবির কলমে কথা কয়।